Back Medical Varsity Engineering

গুচ্ছ ভর্তির তথ্য কণিকা

Posted on Nov. 13, 2022, 8:22 p.m.
Varsity
গুচ্ছ ভর্তির তথ্য  কণিকা

(JnU, IU, SUST, HSTU, KU, MBSTU, PSTU, BSMRSTU, CoU, JKKNIU, JUST, BRUR, PUST, BSMRSTU, BU, RMSTU, RUB, BDU, SHU, BSFMSTU)

 

★ আসন সংখ্যা:(বিস্তারিত একদম নিচে)

  • 9360টি(শুধু বিজ্ঞান)

★  আবেদন যোগ্যতা:

  • SSC ও HSC তে আলাদাভাবে (৪র্থ বিষয়সহ) GPA ন্যূনতম 3.50 করে মোট GPA ন্যূনতম 8.00 হতে হবে।

★ সিলেকশন পদ্ধতি:

  • HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যাক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিবেন।

★ পরীক্ষার মানবন্টন:

  • MCQ- আবশ্যিক অংশঃ Bangla=(10×1), English=(10×1), Physics=(20×1), Chemistry=(20×1), এবং ঐচ্ছিক অংশ(যেকোন দুইটি বিষয় দাগানো যাবে) Biology=(20×1), H.Math=(20×1), ICT=(20×1)  এবং এভাবে মোট 100 নম্বর; সময় 1 ঘন্টা।

 ফলাফল নির্ণয় পদ্ধতি:

  • শুধুমাত্র ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর প্রকাশ করা হয়। পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজস্ব নীতিমালা অনুসারে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে। 

 নেগেটিভ মার্কিং:

  • 0.25

★ ক্যালকুলেটর:

  • নেই

★ সেকেন্ড টাইম:

  • আছে

 

0