আসপেক্ট সিরিজ : বুয়েট, মেডিকেল ও ঢাবি টপারদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রচিত গৃহ শিক্ষকের বিকল্প দেশের একমাত্র
সিরিজ।আসপেক্ট সিরিজের বই পড়ো, ভর্তি প্রস্তুতিতে এগিয়ে থাকো। বইয়ের প্রতিটি অধ্যায় সহজ-সরল ও অভিনব কৌশল,
প্রতিটি প্রশ্নর বিশদ ব্যাখ্যা, একই তথ্যের একাধিক উপস্থাপনা, জটিল ও দূরুহ তথ্যকে ছক ও ছন্দে সাজানো যা অনেক
কঠিকতর অধ্যায়কেও সহজ করেছে এবং এই অভিনব উপস্থাপনা শিক্ষার্থীদের হাজারো ঝামেলা থেকে মুক্তি দেবে। এছাড়াও রয়েছে
জটিল সমস্যার বুদ্ধিদীপ্ত ও মানসিক সমাধান। আসপেক্ট সিরিজের ১ সেট বই পড়লে ভার্সিটি মেডিকেল এবং বুয়েটে চান্স
পাওয়ার সম্ভাবনা সুনিশ্চিত।
মেফতাহুল আলম সিয়াম
ঢাবি ভর্তি পরীক্ষা-১ম(ক ইউনিট)
প্রিয় শিক্ষার্থী, আন্তরিক শুভেচ্ছা রইল। ভর্তি পরীক্ষায় ভালো করার উত্তম উপায় পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সুষ্পষ্ট ধারনা থাকা। ভর্তি পরীক্ষায় ভালো করার কোনো শর্টকার্ট পথ নেই। তবে কিছু সিস্টেমেটিক Way আছে। সাধারণত কোনো অধ্যায় শুরু করার আগে Survey এর মাধ্যমে গুরুত্বপূর্ণ Topic selection এবং Concept Clear করা জরুরি। এতে Basic Concept এর পাশাপাশি পর্যাপ্ত মানসম্মত অনুশীলন করলে মনে রাখা সহজ হয়। HSC তে মূল প্রস্তুতির সাথে Admission Test এর প্রশ্ন সম্পর্কে ধারণা থাকলে এক ঢিলে দুই পাখি মারা সম্ভব। কারণ MCQ Brainstorming করে ফলে মূল বইয়ের সব Topic সম্পর্কে ধারণা হয়। Survey Table মনে রাখার টেকনিক, Complete Concept মডেল এক্সামপলের পাশাপাশি রিয়েল টেস্ট সমৃদ্ধ Aspect Series এর বইগুলো ভর্তি প্রস্তুতিতে সহায়ক হবে। মূল বইয়ের পাশাপাশি HSC থেকেই Aspect Series এর একসেট বই পড়লে ভর্তি প্রস্তুতিতে একজন শিক্ষার্থী এগিয়ে থাকবে বলে আমি মনে করি। সকলের সাফল্য ও সুস্থতা কামনা করছি।
মাহমুদ আল নাফিস
সমন্বিত কৃষি ১ম, সেশনঃ ২০২০-২০২১
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,আমি মাহমুদ আল হাদী নাফিস, ২০২০-২১ সেশনে কৃষিগুচ্ছ পরীক্ষায় আল্লাহর অশেষ রহমতে ১ম স্থান অর্জন করেছি। কলেজ জীবনের শুরু হতেই ইচ্ছে ছিল BUET এ পড়ার। এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করার চেষ্টা করি। কিন্তু ২০২০ সালের দিকে করোনা মহামারীর কারণে HSC পরীক্ষা বাতিলের পর সবকিছু কেমন যেনো অনিশ্চিত মনে হতে শুরু হয় । তাই ভাবলাম, এই অনিশ্চিয়তার মধ্যে আমাকে নতুন কোনো পরিকল্পনা করতে হবে। এজন্য আমি BUET মুখী পড়ালেখার পাশপাশি ঢাবি A ইউনিট মেডিকেল ও কৃষি Varsity এর জন্যও বিভিন্ন বই ও ভর্তি সহায়ক গাইড গুরুত্বের সাথে পড়তে শুরু করি। এর মধ্যে Network বই ছিল অন্যতম । কৃষিগুচ্ছ ভর্তি সহায়ক বই হিসেবে Network খ্যাতি পেলেও এটি আমাকে ঢাবি ক ইউনিটে ভালো ফলাফল করতেও বিশেষ অবদান রেখেছে। কৃষি Network বই এর শর্টকার্ট (পদার্থ, গণিত, রসায়ন অংশের) এবং গুরুত্বপূর্ণ তথ্যমূলক প্রশ্ন (জীববিজ্ঞান অংশের) অসাধারণ। কৃষিগুচ্ছ পরীক্ষায় Net-work বই থেকে আমি বেশ কিছু প্রশ্ন হুবহু কমন পেয়েছি এবং কিছু প্রশ্ন টাইপ কমন পেয়েছি। এতে করে ঐ প্রশ্নগুলো দ্রুত উত্তর করে অন্যান্য কঠিন প্রশ্ন সময় নিয়ে চিন্তা করার সুযোগ পেয়েছি। সব মিলিয়ে Network বই আমার সাফল্যে খুবই উল্লেখযোগ্য অবদান রেখেছে। এর জন্য নেটওয়ার্ক পরিবারের প্রতি সর্বদায় কৃতজ্ঞ থাকব।অনুজদের উদ্দেশ্যে বলবো, তোমরা কৃষিগুচ্ছ পরীক্ষায় সাফল্য অর্জন করতে চাইলে Net-work বইটি ভালোভাবে আয়ত্বে রাখতে পারো।সবাই ভালো থেকো । প্রচেষ্টা পরিশ্রম ও প্রজ্ঞার সমন্বয়ে হোক তোমার ভবিষ্যৎ পথচলা।
মিশরী মুনমুন
২০২০-২১ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ম
আমি মিশরী মুনমুন, ২০২০-২১ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় মহান আল্লাহর অশেষ রহমতে জাতীয় মেধায় ১ম স্থান অধিকার করেছি। ডাক্তার হবার স্বপ্ন সেই ছোটবেলা থেকেই। মূল বই বুঝে পড়ার কোন বিকল্প নেই। এইচএসসি লাইফ থেকেই ভালোভাবে মূল বই আত্মস্থ করতে হবে। বইয়ের বেশ কিছু তথ্য মনে রাখা কিছুটা কষ্টকর। সেগুলো সহজে আয়ত্ত করার জন্য আসপেক্ট মেডি সিরিজের বিভিন্ন ট্রিকস, সাভে টেবিল কার্যকর, পাশাপাশি প্রশ্ন অনুশীলনের ক্ষেত্রেও বইটি বেশ সহায়ক। দৃঢ় মানসিকতা নিয়ে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। ইনশা আল্লাহ, আল্লাহ সফলতা দিবেন।
মোঃ নাজমুস সাকিব রাহাত
২০২০-২১ সেশনে ডেন্টাল ভর্তি পরীক্ষায় ১ম
আলহামদুলিল্লাহ, প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করার জন্য। মেডিকেল বা ডেন্টাল প্রস্তুতি মূলত তথ্য নির্ভর পড়াশোনা। পাঠ্যবইয়ে বিভিন্ন ডাটা, সাল, মান, প্রতীক-সংকেত, মাত্রা, উদাহরণ, বৈশিষ্ট্য, হক, বোল্ড লাইন থেকেই অধিকাংশ প্রশ্ন হয়। আর এগুলো মনে রাখা অত্যন্ত কন্ট্রাডিকটরি। ডেন্টাল প্রস্তুতিতে পাঠ্যবইকে সহজ করতে আসপেক্ট মেডি সিরিজের বইগুলো দুর্দান্ত হেল্প করেছে। আমার প্রস্তুতির শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ গাইডলাইন বইগুলোতে ছিল। ফলে গৃহশিক্ষকের প্রয়োজনীয়তা অনুভব করি নি। শুধু শটকার্ট টেকনিক নয়, পাঠ্যবইয়ের বিষয়বস্তু আয়ত্বের জন্য ট্রিকসের সাথে পূর্ণাঙ্গ গল্প বা কার্টুন চিত্র মনে রাখার টনিক হিসেবে কাজ করেছে। সুখ ও সাফল্যের শুভকামনা রইল।