নেটওয়ার্ক এগ্রি ওয়ান শট - 2024

*HSC- 22,23 কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুঃ

২২ ও ২৩ ব্যাচের অনেকেই ইতোমধ্যে পাবলিকিয়ান হয়ে গেছো আবার অনেকেই শেষ চেষ্টা হিসেবে কৃষি ভর্তি পরীক্ষার জন্য অপেক্ষা করে যাচ্ছ। তোমাদের এই পরিশ্রমকে সার্থক করতে আমরা Road To Dmc,DMC STATION,বন্দি পাঠশালা, বায়োলজি কিলার্স ও NETWORK মিলে এক হয়ে শেষ সময়ে কৃষির প্রস্তুতিকে বুস্ট আপ করতে নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রি অন শট ক্লাস।

ফ্রি ক্লাস গুলো শুরু হবে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭.০০ টা থেকে। যেখানে ক্লাস নিবে বন্দি পাঠশালার কাব্য ভাইয়া, ইয়াসিন ভাইয়া, আব্দুর রহমান ভাইয়া, নেটওয়ার্কের হোসেন আলী ভাইয়া, RTDS এর রিজভী ভাইয়া,রাহাত ভাইয়া ও বায়োলজি কিলার্সের মেহফুজ ভাইয়া।

ইনশাল্লাহ এই স্বল্প সময়ে কোয়ালিটি ক্লাসগুলো থেকে তোমরা খুবই উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি কৃষির জন্য সম্পূর্ণ ফ্রিতে এক্সাম কার্যক্রম চলমান। অন শার্ট ক্লাস গুলো বায়োলজি কিলার্সের পেজ থেকে হবে।এই ক্লাসগুলোর নোটও দেওয়া হবে।

শেষ সময়ে এই রুটিন ফলো করে যদি নিজের প্রিপারেশন টাকে গুছিয়ে নিতে পারো ইনশাআল্লাহ সেরা প্রস্তুতি হবে।

সেরা কিছু পেতে যাচ্ছো,একদম ফ্রি।দেখা হবে বিজয়ে কোনো এক কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসেঃ-

✅ নেটওয়ার্ক কৃষি টেলিগ্রাম চ্যানেল:

https://t.me/networkagri

✅নেটওয়ার্ক কৃষি ডাউটসলভিং টেলিগ্রাম গ্রুপ:-

https://t.me/networkagrigroup

✅নেটওয়ার্ক কৃষি প্রস্তুতির ইউটিউব চ্যানেল:-

https://youtube.com/@EducationNetworkbd